শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সপ্তাহের শুরুতেই ব্যাপক দরপতন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ নভেম্বর ২০২২ | 108 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহের শুরুতেই ব্যাপক দরপতন

সপ্তাহের শুরুতেই ব্যাপক দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ ১৪ নভেম্বর সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

আরও দেখুন : আজকের ডিএসইর গেইনার তালিকা

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১.৩৪ পয়েন্ট বা ০.৮১ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৫৩.৪৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১.৬১ পয়েন্ট বা ০.৮৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৪.৯১ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৮.৭৮ পয়েন্টে এবং দুই হাজার ১৯৮.৫৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮টির বা ৫.২৬ শতাংশের, শেয়ার দর কমেছে ৬৮টির বা ১৯.৮৮ শতাংশের এবং ২৫৬টির বা ৭৪.৮৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৭১৪ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৯৮ কোটি ৭০ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭২৪ কোটি ১৫ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৫.৮৬ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩০.৮৫ পয়েন্টে। সিএসইতে আজ ১৭৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির দর বেড়েছে, কমেছে ৫০টির আর ১০৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১ কোটি ০৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আরও পড়ুন : ৭ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

আরও পড়ুন : ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

 

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৪৪ অপরাহ্ণ | সোমবার, ১৪ নভেম্বর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]