সোমবার ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সবুজে ফিরেছে ব্যাংক-বীমা ও বস্ত্র খাত, লাল মিউচ্যুয়াল ফান্ড

  |   বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ | 273 বার পঠিত | প্রিন্ট

সবুজে ফিরেছে ব্যাংক-বীমা ও বস্ত্র খাত, লাল মিউচ্যুয়াল ফান্ড

নিজস্ব প্রতিবেদক : বুধবার ব্যাপক দর পতনের পর দিনই সবুজ হয়েছে ব্যাংক-বীমা ও বস্ত্র খাত। তবে লাল হয়েছে মিউচ্যুাল ফান্ড। গতকাল ব্যাংক-বীমা ও বস্ত্র খাতের ব্যাংক দরপতনের কারণে শেয়ারবাজারে সূচক ও লেনদেন কমেছিল। এদিন মিউচ্যুয়াল ফান্ডের দর উল্লেখযোগ্য হারের বেড়েছিল। কিন্তু আজ বিপরীত রূপে ফিরে লাল হয়ে গেছে। আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ব্যাংক, বীমা ও বস্ত্র এই তিন খাতের কোম্পানির ওপর ভর করেই শেয়ারবাজারে বড় উত্থান হলেও লেনদেন কমেছে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে তালিকাভুক্ত ৫০টি বীমার মধ্যে ৪৭টিই দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে মাত্র ২টির। আর একটির লেনদেন হয়নি। অথচ একদিন আগেই এ খাতের মাত্র ২টি দাম বাড়ার তালিকায় নাম লেখায় এবং ৪৭টির স্থান হয় পতনের তালিকায়।

বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে ব্যাংক খাতের ২৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে মাত্র একটির। আর দুটির দাম অপরিবর্তিত রয়েছে। বুধবার এ খাতের মাত্র ১টি দাম বাড়ার তালিকায় নাম লেখায়। বিপরীতে দাম কমে ২৩টির।

অপরদিকে, বস্ত্র খাতের তালিকাভুক্ত ৫৮টি কোম্পানির মধ্যে ৩৮টির শেয়ার দাম বেড়েছে এবং কমেছে ১২টির। ব্যাংক ও বীমার মতো বুধবার এই খাতেরও বেশিরভাগ প্রতিষ্ঠানের দরতপন হয়। বুধবার বস্ত্র খাতের কোম্পানিগুলোর মধ্যে দর কমেছিল ৪২টি এবং বেড়েছিল ১১টির।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ দিন শেষে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স আগের দিনের তুলনায় ৫৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯১টি, কমেছে ১৫২টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আজ ডিএসইতে ৫৫ কোটি ১০ লাখ ৮৫ হাজার ৪৭টি শেয়ার ২ লাখ ৫৪ হাজার ৯৬১বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ৫৯৭ কোটি ৯৫ লাখ ৩ হাজার ৪৮ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৪৩২ কোটি ৮ লাখ ৬৪ হাজার ২২৮ টাকা ৩০ পয়সা।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৩৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের ১০৭ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ৭৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- কাট্টালী টেক্সটাইল, ডাচ-বাংলা ব্যাংক, এবি ব্যাংক, ম্যাকসন স্পিনিং, এস্কয়ার নিট কম্পোজিট, সাইফ পাওয়ারটেক এবং আইএফআইসি ব্যাংক।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ছিল ৫ লাখ ১০ হাজার ৬৩৮ কোটি ৭৬ লাখ ১৮ হাজার ৩৮৫ টাকা ২২ পয়সা। যা আগের দিনের তুলনায় ২ হাজার ৩৮৩ কোটি ৩৫ লাখ ৮ হাজার ৪৪ াকা এক পয়সা বেশি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৮৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৮৮ কোটি ৭২ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৩০৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪০টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]