সোমবার ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সাপ্তাহিক গেইনারে ‘এ’ ক্যাটাগরির ৮ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ | 159 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক গেইনারে ‘এ’ ক্যাটাগরির ৮ কোম্পানি

বিদায়ী সপ্তাহে (১৬- ২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক গেইনারে ‘এ’ ক্যাটাগরির ৮ কোম্পানি অবস্থান করছে। কোম্পানিগুলো হলো- এডিএন টেলিকম, আনোয়ার গালভানাইজিং, আরামিট লিমিটেড, ইস্টার্ন হাউজিং, রংপুর ফাউন্ড্রি, সেনালী পেপার, কেডিএস এক্সেসরিজ এবং সোনালী আশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সাপ্তাহিক গেইনারে ‘এ’  ক্যাটাগরির কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে এডিএন টেলিকম লিমিটেড। আগের সপ্তাহের চেয়ে কোম্পানিটির শেয়ার দর ২৫.২৪ শতাংশ বা ১২ টাকা ১০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ টাকা ৩০ পয়সায়।

বিদায়ী সপ্তাহে কোম্পানিটির মোট ৯৮ কোটি ৪৪ লাখ ৩১ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা আনোয়ার গালভানাইজিংয়ের শেয়ার দর আগের সপ্তাহের চেয়ে ২২.৭৭ শতাংশ বা ৫৯ টাকা ৭০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৫২০ টাকা ৯০ পয়সায়। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ২১৬ কোটি ৬৫ লাখ ৫৯ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর আগের সপ্তাহের চেয়ে ১৬.৫০ শতাংশ বা ৩ টাকা ৯০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ টাকা ২০ পয়সায়। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ২৩ কোটি ২১ লাখ ১৩ হাজার টাকা।

ডিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আরামিট লিমিটেডের ১৮.৮১ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টস লিমিটেডের ১৫.০২ শতাংশ, রংপুর ফাউন্ড্রি লিমিটেডের ১৩.৬০ শতাংশ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৩.৩২ শতাংশ, কেডিএস এক্সেসরিজ লিমিটেডের ১০.৫৩ শতাংশ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ৯.৬২ শতাংশ এবং রহিমা ফুড করপোরেশন লিমিটেডের ৬.৭৪ শতাংশ দর বেড়েছে।

আরও পড়ুন: শেয়ারবাজারে আসতে চায় বেস্ট হোল্ডিংস

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৩২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ অক্টোবর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]