সোমবার ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সাপ্তাহিক দর কমার শীর্ষে ছিল যেসব কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২০ আগস্ট ২০২১ | 196 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর কমার শীর্ষে ছিল যেসব কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (১৬-১৯ আগস্ট ২০২১) সাপ্তাহিক দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো- অ্যাপোলো ইস্পাত, সোনালী পেপার এন্ড বোর্ড, এমবি ফার্মা, মিথুন কিটিং এন্ড ডাইং, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, ফরচুন সুজ, উসমানিয়া গ্লাস, জি মেনি সী ফুড, সেন্ট্রাল ফার্মাসিটিক্যাল এবং গোল্ডেন হারভেষ্ট এগ্রো ইন্ডস্ট্রিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সাপ্তাহিক লুজারের শীর্ষে ছিল বি ক্যাটাগরির কোম্পানি অ্যাপোলো ইস্পাত। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ৯.৫২ শতাংশ। গত সপ্তাহের কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১০২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা, প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ৫০০ টাকা।

সাপ্তাহিক লুজারের ২ নম্বরে শীর্ষে ছিল এ ক্যাটাগরির কোম্পানি সোনালী পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ৯.৪৯ শতাংশ। গত সপ্তাহের কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১৩ কোটি ১১ লাখ ৭৮ হাজার টাকা, প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা।

সাপ্তাহিক লুজারের ৩ নম্বরে শীর্ষে ছিল এ ক্যাটাগরির কোম্পানি এমবি ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ৮.৪৪ শতাংশ। গত সপ্তাহের কোম্পানিটির মোট লেনদেন হয়েছে এক কোটি ৫৭ লাখ ৭৭ হাজার টাকা, প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৯৩ লাখ ৪৪ হাজার ২৫০ টাকা।

সাপ্তাহিক লুজারের ৪ নম্বরে শীর্ষে ছিল জেড ক্যাটাগরির কোম্পানি মিথুন কিটিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ৮.৩৩ শতাংশ। গত সপ্তাহের কোম্পানিটির মোট লেনদেন হয়েছে এক কোটি ৯৫ লাখ ৬৭ হাজার টাকা, প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৮ লাখ ৯১ হাজার ৭৫০ টাকা।

সাপ্তাহিক লুজারের ৫ নম্বরে শীর্ষে ছিল বি ক্যাটাগরির কোম্পানি বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ৭.৬৪ শতাংশ। গত সপ্তাহের কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৮ কোটি ৪২ লাখ ৯০ হাজার টাকা, প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২ কোটি ১০ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।

সাপ্তাহিক লুজারের ৫ নম্বরে শীর্ষে ছিল বি ক্যাটাগরির কোম্পানি বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ৭.৬৪ শতাংশ। গত সপ্তাহের কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৮ কোটি ৪২ লাখ ৯০ হাজার টাকা, প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২ কোটি ১০ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।

সাপ্তাহিক লুজারের ৬ নম্বরে শীর্ষে ছিল এ ক্যাটাগরির কোম্পানি ফরচুন সুজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ৭.৪৭ শতাংশ। গত সপ্তাহের কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ২০ কোটি ৮৭ লাখ ৩৮ হাজার টাকা, প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৫ কোটি ২১ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।

সাপ্তাহিক লুজারের ৭ নম্বরে শীর্ষে ছিল জেড ক্যাটাগরির কোম্পানি উসমানিয়া গ্লাস। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ৬.৯৮ শতাংশ। গত সপ্তাহের কোম্পানিটির মোট লেনদেন হয়েছে এক কোটি ৯৩ লাখ ৬৪ হাজার টাকা, প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৮ লাখ ৪১ হাজার টাকা।

সাপ্তাহিক লুজারের ৮ নম্বরে শীর্ষে ছিল এ ক্যাটাগরির কোম্পানি জি মেনি সী ফুড। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ৬.২৫ শতাংশ। গত সপ্তাহের কোম্পানিটির মোট লেনদেন হয়েছে পাঁচ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার টাকা, প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে এক কোটি ৩৯ লাখ ৪৩ হাজার ২৫০ টাকা।

সাপ্তাহিক লুজারের ৯ নম্বরে শীর্ষে ছিল বি ক্যাটাগরির কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিটিক্যাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ৫.৯৯ শতাংশ। গত সপ্তাহের কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৩৫ কোটি ১ লাখ ১৬ হাজার টাকা, প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৮ কোটি ৭৫ লাখ ২৯ হাজার টাকা।

সাপ্তাহিক লুজারের ১০ নম্বরে শীর্ষে ছিল এ ক্যাটাগরির কোম্পানি গোল্ডেন হারভেষ্ট এগ্রো ইন্ডস্ট্রিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ৫.৮৮ শতাংশ। গত সপ্তাহের কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ২৬ কোটি ৫১ লাখ ৭৪ হাজার টাকা, প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৬ কোটি ৬২ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ২০ আগস্ট ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]