বৃহস্পতিবার ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ | 133 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

বিদায়ী সপ্তাহে (২৯ অক্টোবর-০৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪০৪ কোটি ৮ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

এখানে দেখুন ডিএসইর সাপ্তাহিক লেনদেন চিত্র

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৪৭ লাখ ৩২ হাজার ৪২২টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.৩৮ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ১৯ লাখ ৭ হাজার ৯৭৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫৮ কোটি ৭ লাখ ৩৩ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে নাভানা ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ৯০০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১২ কোটি ১৩ লাখ ২ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের ২১০ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ২১০ কোটি ৬৮ লাখ ৬ হাজার টাকার, বসুন্ধরা পেপারের ২০৩ কোটি ১৬ লাখ ৭ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ১৬৮ কোটি ১০ লাখ ৯৯ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৬৩ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার টাকার, সী-পার্ল হোটেলের ১৫৮ কোটি ৮২ লাখ ৮৯ হাজার টাকার এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১২৪ কোটি ৯২ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরও পড়ুন : সাপ্তাহিক লুজারের শীর্ষে মনোস্পুল পেপার

আরও পড়ুন : সাপ্তাহিক গেইনারের শীর্ষে নাভানা ফার্মা

আরও পড়ুন : আর্থিক খাতের ৯ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:০১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]