বৃহস্পতিবার ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সাপ্তাহিক লেনদেনে আলো ছড়ালো ‘এ’ ক্যাটাগরির কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৬ আগস্ট ২০২২ | 160 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনে আলো ছড়ালো ‘এ’ ক্যাটাগরির কোম্পানি

বিদায়ী সপ্তাহে (২১-২৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন তালিকায় ‘এ’ ক্যাটাগরি ছাড়া জায়গা পায়নি অন্য কোনো কোম্পানি। অর্থাৎ সাপ্তাহিক লেনদেন তালিকায় ১০টিই ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। সপ্তাহজুড়ে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। যে কারণে লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে কোম্পানি। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ৪৭৭ কোটি ১১ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার ৬৬৬টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৮৮ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৩৯ লাখ ৮৯ হাজার ৫৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪৫ কোটি ৬৯ লাখ ৪১ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ১ কোটি ৪৮ লাখ ১৩ হাজার ৭৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮৩ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লাফার্জ হোলসিমের ১৭৯ কোটি ১৭ লাখ ৩৬ হাজার টাকার, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ১৬৮ কোটি ৩৭ লাখ ৮১ হাজার টাকার, আইপিডিসি ফাইন্যান্সের ১৫৩ কোটি ৫২ লাখ ৪৮ হাজার টাকার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৫১ কোটি ২৬ লাখ ১৩ হাজার টাকা, ফরচুন সুজের ১২৯ কোটি ২২ লাখ ২৭ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ১১৬ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ১১৫ কোটি ১৬ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:২১ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ আগস্ট ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]