শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সিএসইর শরিয়াহ সূচক চুড়ান্ত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ | 89 বার পঠিত | প্রিন্ট

সিএসইর শরিয়াহ সূচক চুড়ান্ত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে এক্সচেঞ্জটির শরিয়াহ সূচক নতুন ভাবে চূড়ান্ত করা হয়েছে। এতে আগের তিনটি কোম্পানিকে বাদ দিয়ে দুটি কোম্পানিকে নতুন করে যুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ১৩১টি কোম্পানিকে শরিয়াহ সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২২ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, সিএসইর শরিয়াহ সূচকে কোম্পানি দুটি হচ্ছে রবি আজিয়াটা লিমিটেড ও বিচ হ্যাচারি লিমিটেডকে নতুন করে যুক্ত করা হয়েছে। অন্যদিকে সূচকটি থেকে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সুহূদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেডকে বাদ দেয়া হয়েছে । বছরে দুবার শরিয়াহ সূচক সমন্বয় করে থাকে সিএসই।

সিএসই শরিয়াহ্ ইনডেক্স এ অন্তর্ভুক্ত হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আমরা নেটওর্য়াকস, আমরা টেকনোলজিস, এসিআই ফরমুলেশনস, একমি পেস্টিসাইডস, এডিএন টেলিকম, অ্যাডভেন্ট ফার্মা, এএফসি এগ্রো, অগ্নি সিস্টেমস, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক,আলিফ ইন্ডাস্ট্রিজ, আমান কটন, আমান ফিড, অ্যাম্বি ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, অ্যাপেক্স স্পিনিং, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বঙ্গজ, বাংলাদেশ ল্যাম্পস, বারাকা পতেঙ্গা পাওয়ার, বাটা সু, বিবিএস ক্যাবলস্, বিডিকম অনলাইন, বিডি থাই অ্যালুমিনিয়াম, বিকন ফার্মাসিউটিক্যালস, বিচ হ্যাচারি, বেঙ্গল উইন্ডসোর, বার্জার পেইন্টস্, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস্, কপারটেক ইন্ডাসট্রিজ, ড্যাফোডিল কম্পিউটারস্, ডমিনেজ স্টিল, ডোরিন পাওয়ার, ড্রাগন সোয়োটার, ইস্টাণ কাবলস, ইস্টার্ন হাউজিং, ই-জেনারেশন, এস্কয়ার নিট, এক্সিম ব্যাংক, ফ্যামিলিট্যাক্স, ফার ক্যামিকাল, ফার ইস্ট নিটিং, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, ফাইন ফুডস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফরচুন সুজ, ফু-ওয়াং ফুডস্, জেনেক্স ইনফোসিস, গ্লোবাল হ্যাভি ক্যামিকালস, গোল্ডেন হার্ভেস্ট, গ্রামীনফোন, হাক্কানী পাল্প, হামিদ ফ্যাব্রিক্স, হাইডেলবার্গ সিমেন্ট, হা ওয়েল টেক্সটাইলস, ইনডেক্স এগ্রো, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, ইনফরমেশন টেকনোলজি, ইনটেক, ইন্ট্রাকো রিফুয়েলিং, ইসলামী ব্যাংক, ইসলামী ইন্সুরেন্স, ইসলামী ফাইনান্স এন্ড ইনভেস্টমেন্ট, জেএমআই হসপিটাল, জেএমআই সিরিঞ্জ, কে এন্ড কিউ, কেডিএস এক্সেসরিজ, খান ব্রাদারস পিপি, খুলনা পাওয়ার, খুলনা প্রিন্টিং, কোহিনুর ক্যামিকাল, লাফার্জহোলসিম, লিন্ডে বাংলাদেশ, লুব-রেফ (বাংলাদেশ), এম.এল. ডাইং, মালেক স্পিনিং, ম্যারিকো বাংলাদেশ, মতিন স্পিনিং মিলস্, মিরাকল ইন্ডাস্ট্রিজ, এমজেএল বাংলাদেশ, মুন্নু সিরামিক্, মোজাফ্ফর হোসেন স্পিনিং, নাহি আলুমিনিয়াম, ন্যাশনাল ফিড মিলস, নাভানা সিএনজি, ওইমেক্স ইলেকট্রোড, অলেম্পিক এক্সেসরিজ, অলেম্পিক ইন্ডাস্ট্রিজ, প্যাসিফিক ডেনিমস্, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স, প্রাইম ইসলামী লাইফ, প্রাইম টেক্সটাইল, কাশেম ইন্ডাস্ট্রিজ, আরএকে সিরামিকস্, রংপুর ডেইরি, রংপুর ফাউন্ড্রি, রতনপুর স্টিল, রেকিট বেনকিজার, রিজেন্ট ট্যাক্সটাইল, রিং সাইন টেক্সাইলস, রবি আক্সিয়াটা, এস এস স্টিল, সাইয়াম কটন, সাইহাম টেক্সটাইলস্, স্যালভো ক্যামিকাল, সমতা লেদার, শমরিতা হস্পিটাল, শাহজালাল ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, শাইনপুকুর সিরামিকস, সিলকো ফামাসিউটিক্যালস, সিলভা ফার্মাসিউটিক্যালস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, স্যোশাল ইসলামী ব্যাংক, সোনালী পেপার, স্ট্যান্ডার্ড সিরামিকস, সামিট এলায়েন্স, সামিট পাওয়ার, তাকাফুল ইসলামী ইন্সুরেন্স, ঢাকা ডাইং, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস্, তিতাস গ্যাস, ইউনিয়ন ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, উসমানিয়া গ্লাস শিট, ভিএফএস থ্রেড, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ইয়াকিন পলিমার এবং জাহিন স্পিনিং লিমিটেড।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১০:৩০ অপরাহ্ণ | সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]