বুধবার ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সিএসইর সাপ্তাহিক লুজারে ৫০ শতাংশ ‘এন’ ক্যাটাগরির কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ আগস্ট ২০২২ | 123 বার পঠিত | প্রিন্ট

সিএসইর সাপ্তাহিক লুজারে ৫০ শতাংশ ‘এন’ ক্যাটাগরির কোম্পানি

বিদায়ী সপ্তাহে (২১-২৫ আগস্ট) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাপ্তাহিক লুজার তালিকায় ৫০ শতাংশ অর্থাৎ ৫টি কোম্পানিই ছিল ‘এন’ ক্যাটাগরির। কোম্পানিগুলো হলো- আছিয়া সি ফুড, বিডি থাই ফুড, অরিজা আগ্রো, অ্যাপেক্স ওয়েভিং এবং একমি পেস্টিসাইডস। তবে সিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে ‘জেড’ ক্যাটারি কোম্পানি বিআইএফসির। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির ১৬.৬৬ শতাংশ দর কমায় কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে। সপ্তাহের শুরুতে সিএসইতে কোম্পানিটির দর ছিল ১২ টাকা, যা সপ্তাহের শেষে দাঁড়িয়েছে ১০ টাকায়। গত সপ্তাহে সিএসইতে কোম্পানিটির মোট ২ লাখ ৪৮ হাজার ৮৫৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে আছিয়া সি ফুড। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির দর কমেছে ১৩.২৯ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ৪৮ কোটি ৯০ পয়সা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৪২ টাকা ৪০ পয়সায়। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির মোট ৪৪ লাখ ৫৪ হাজার ৩৩৭ টাকা ৬০ পয়সার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে কোম্পানি বিডি থাই ফুড। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির দর কমেছে ১০.৩৩ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ৪১ কোটি ৬০ পয়সা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৩৭ টাকা ৩০ পয়সায়। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির মোট ৫২ লাখ ৩৮ হাজার ৭৭৬ টাকা ৪০ পয়সার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সাপ্তাহিক গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সোনারগাঁও টেক্সটাইলের ৯.৮৩ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৮.৮৭ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৮.৮১ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালসের ৭.৪৩ শতাংশ, অরিজা এগ্রোর ৭.২৭ শতাংশ, এপেক্স ওয়েভিংয়ের ৬.৮৫ শতাংশ এবং একমি পেস্টিসাইডসের ৬.২৯ দর কমেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৫৫ অপরাহ্ণ | শনিবার, ২৭ আগস্ট ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]