বৃহস্পতিবার ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের উত্থানেও সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ | 111 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানেও সপ্তাহ শেষ

আজ ০৮ জুন সূচকের উত্থানে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসই প্রধান ইনডেএক্স ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫২ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯২ পয়েন্টে।

ডিএসইতে ১৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬টির।

আজ ডিএসইতে ১ হাজার ৬৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের থেকেও ২৮০ কোটি ৯৭ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৭৮২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই-৫০ সূচক ১ দশমিক ৪৯ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১২ দশমিক ৩৫ পয়েন্ট, সিএসসিএক্স ৩৪ দশমিক ৭০ পয়েন্ট এবং সিএসআই সূচক ৩ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৪ দশমিক ৪৩ পয়েন্টে, ১৩ হাজার ৩৯০ দশমিক ২০ পয়েন্টে, ১১ হাজার ২২২ দশমিক ৬৬ পয়েন্টে এবং ১ হাজার ১৭৭ দশমিক ৯৮ পয়েন্টে।

এদিন ২১ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন বুধবার লেদেন হয়েছিল ১৪ কোটি ৭ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২০৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৯টি এবং কমেছে ৫১টির। শেয়ার পরিবর্তন হয়নি ৭৭টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৬২ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৬৫ দশমিক ৪৯ পয়েন্টে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]