শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ মার্চ ২০২৩ | 40 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

আজ ২৯ মার্চ সূচকের উত্থানে লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে লেনদেন শেষ হয়েছে।

অপরদিকে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন একটি বাদে বাকী চার ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে লেনদেন পরিমাণ।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬১৯৬.৭৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসই-৩০ সূচক ৩.৭১ পয়েন্ট বেড়ে এবং ডিএসইএস সূচক ২.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ১৩৪৭.৬৮ এবং ১৩৪৭.৬৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮০টি, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০০টির।

আজ ডিএসইতে ৫ কোটি ৭২ লাখ ১৭ হাজার ৯৩২টি শেয়ার ৮৫ হাজার ৩৯৫বার হাতবদল হয়েছে।

যার বাজারমূল্য দাঁড়িয়েছে ৩৮২ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬১৯৩.০৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসই-৩০ সূচক ৪.৭০ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৪.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ২২১০.৭০ এবং ১৩৪৫.৬২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৯টি, কমেছে ৬০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৩টির।

গতকাল ডিএসইতে ৪ কোটি ২৬ লাখ ৪৫ হাজার ৮১৪টি শেয়ার ৬৮ হাজার ১৪বার হাতবদল হয়েছিল।

যার বাজারমূল্য দাঁড়িয়েছে ২৭২ কোটি ৫ লাখ ৫১ হাজার ৩৮৫ টাকা।

অপরদিকে, আজ সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮২৭৭.৭৫ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে- সিএসই-৫০ সূচক ১.০৬, সিএসই-৩০ সূচক ১০.২৯ পয়েন্ট এবং সিএসসিএক্স ১.৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ১৩১৩.১১, ১৩৩২৯.৩৮এবং ১০৯৫৬.৩৭ পয়েন্টে।

এছাড়া সিএসআই ০.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৪৭.৬২ পয়েন্টে।

শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ৪৫কোটি ১৪ লাখ টাকা শেয়ার।

আগের কার্যদিবস মঙ্গলবার ৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ৯৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৩টি, কমেছে ২১টি এবং পরিবর্তন হয়নি ৩৫টির।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন : প্রভিশন সংরক্ষণে আবারও ছাড়

Facebook Comments Box

Posted ৬:১৬ অপরাহ্ণ | বুধবার, ২৯ মার্চ ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]