শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৭ মে ২০২৩ | 23 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

আজ ১৭ মে, সূচকের উত্থানে লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও বেলা পৌনে ১১টায় একটানা পতন ঘটে তলানীতে চলে যায়। পরবর্তীতে আবারও সূচকের উত্থান হলে ঘুরে দাঁড়িয়েছে বাজার। এরপর সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ১৭ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৬ শতাংশ বা ৪.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮১.২৪ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮.০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৩.৩২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫ টির, কমেছে ৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৯.১৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৩ কোটি ৫৯ লাখ ১০ হাজার ৪৪৫টি শেয়ার ১ লাখ ৭৫ হাজার ১৮৪ বার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ৭১১ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৬ মে ডিএসই’র ব্রড ইনডেক্স গতকাল ০.২৭ শতাংশ বা ১৭.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৭.২০ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৩৬৮.৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ১৯৩.৩৬ পয়েন্টে।

ওইদিন লেনদেন হয়া ৩৪৭টি কোম্পানির এর মধ্যে মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬ টির, কমেছে ৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৫ টি। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৭.৬৬ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

গত কার্যদিবসে ডিএসইতে ১৫ কোটি ০১ লাখ ৭১ হাজার ৯৬৯টি শেয়ার ১ লাখ ৫৭ হাজার ৩২০ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল ৭৪৪ কোটি ২৯ লাখ ৫৩ হাজার টাকার।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩২ কোটি ৩০ লাখ ৯৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০১ শতাংশ বা ১৯.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫০০.৭২ পয়েন্টে।

এদিনভর লেনদেন হওয়া ২৪৬ টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৮০টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৩টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৭ লাখ ৪১ হাজার ৯৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৮৪ লাখ ০৫ হাজার ৯৪০ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৮৪৬ টাকা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:১৩ অপরাহ্ণ | বুধবার, ১৭ মে ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]