শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৩ মে ২০২৩ | 33 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

আগের দিনের পতন কাটিয়ে আজ ২৩ মে, সূচকের উত্থানে লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। এর ফলে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়ে যায়।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২৩ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৯ শতাংশ বা ২৪.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০৬.১৮ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১.১৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৫.৮১ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪ টির, কমেছে ৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৮.৫০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৭ কোটি ৬৫ লাখ ২৪ হাজার ৭০টি শেয়ার ১ লাখ ৯৪ হাজার ২৪৫ বার হাতবদল হয়েছে, যার বাজারমুল্য ৯২০ কোটি ৩০ লাখ ৭৬ হাজার টাকা।

গত কার্যদিবসে ডিএসইতে ১৪ কোটি ৩২ লাখ ৭১ হাজার ১৮৯৩টি শেয়ার ১ লাখ ৭৩ হাজার ২২৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭০৭ কোটি ৪০ লাখ ০৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২১২ কোটি ৯০ লাখ ৬৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩২ শতাংশ বা ৬০.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৮২.৫৭ পয়েন্টে।

এদিনভর লেনদেন হওয়া ২১৪ টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৯১টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৯ কোটি ৬১ লাখ ৯১ হাজার ৫১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৬২ লাখ ৯৩ হাজার ৩৫২ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫ কোটি ১ লাখ ২ হাজার ৩০১ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ মে ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]