শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ | 66 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

আজ ২৯ নভেম্বর সূচকের উত্থানে লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। এর ফলে দিনশেষে প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৫ শতাংশ বা ১৫.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৮.৫৩ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫১.২৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৩.৩৬ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির , কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৩টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪১.৬৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ৮ কোটি ১৬ লাখ ৮৩ হাজার ২৯৬টি শেয়ার ১ লাখ ২ হাজার ৫৬২ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৩০২ কোটি ৯৫ লাখ ০৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৮ নভেম্বর ডিএসইতে ১০ কোটি ৫৭ লাখ ৫৩ হাজার ৫০৬টি শেয়ার ৯৫ হাজার ৭১৮ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ২৯৭ কোটি ২০ লাখ ৫২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫ কোটি ৭৪ লাখ ৫১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১১ শতাংশ বা ২০.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৪২৬.৭৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ৪৪ লাখ ২২ হাজার ৭২৩ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ৬৮ লাখ ০৯ হাজার ৫২৬ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২ কোটি ৭৬ লাখ ১৩ হাজার ১৯৭ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২৪ অপরাহ্ণ | বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]