নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ | 370 বার পঠিত | প্রিন্ট
আজ ১৭ নভেম্বর সূচকের উত্থানে লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন লেনদেন শুরুর প্রথম ১০ মিনিট সূচকের তীর ছিল নিচের দিকে। পরবর্তী ১২ মিনিট ধরে সূচক একটানা বাড়তে দেখা গেছে। এরপর সূচক উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলে। কিন্ত দুপুর পৌনে একটায় সূচকের তীর তলানীতে নেমে আসে। এরপর সূচক আবারও একটানা বাড়তে থাকে যার স্থায়িত্ব ছিল প্রায় এক ঘন্ট। এরপর সূচক স্বাভাবিক উঠানামার মধ্য লেনদেন চলে। সূচকের তীর উপরের দিকে থেকেই লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচকের উত্থানে লেনদেন বেড়েছে টাকার অংকে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
আরও দেখুন : আজকের ডিএসইর গেইনার তালিকা
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২.৬৪ পয়েন্ট বা ০.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬৫.৯৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.৩৩ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৮.২৫ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৪.১৮ পয়েন্টে এবং দুই হাজার ১৯৯.৯১ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৭টির বা ১৫.০৬ শতাংশের, শেয়ার দর কমেছে ৪২টির বা ১৩.৪৬ শতাংশের এবং ২২৪টির বা ৭১.৭৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮.১১ পয়েন্ট বা ০.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৯২.৯৮ পয়েন্টে। সিএসইতে আজ ১৪৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪২টির দর বেড়েছে, কমেছে ২২টির আর ৮৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ডিএসইতে আজ ৫৫২ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৩ কোটি ৬২ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ৫১ লাখ টাকার।
আরও পড়ুন : স্পট মার্কেটে লেনদেন করবে ৯ কোম্পানি
আরও পড়ুন : ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : এসএমই প্লাটফর্মে সর্বনিম্ন বিনিয়োগ সীমা স্থগিত
শেয়ারবাজার২৪
Posted ৫:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.