শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের উত্থানে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৪ জুন ২০২৩ | 94 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে সপ্তাহ শুরু

আজ ০৪ জুন সূচকের উত্থানে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ০৪ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স ০.১৬ শতাংশ বা ১০.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৬.১৩ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮২.৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৯.০৫ পয়েন্টে।

আজ লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭ টির, কমেছে ১০০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ২২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ২২ কোটি ৭২ লাখ ৬৫ হাজার ১৮০টি শেয়ার ২ লাখ ২০ হাজার ৮৯৬ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ১২৫৪ কোটি ৪০ লাখ ৯৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ০১ জুন ডিএসইতে ১৫ কোটি ৩৮ লাখ ৭২ হাজার ৩৫৪টি শেয়ার ২ লাখ ৪ হাজার ৬০৮ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৯৯৭ কোটি ৮৩ লাখ ৩২ হাজার টাকার।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৫৭ কোটি ৫৭ লাখ ৮৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৭ শতাংশ বা ৩২.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭৮৮.৮৮ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২২০ টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৬১টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ২১ কোটি ৯৪ লাখ ৬৯ হাজার ৫৮০ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৫০ লাখ ২০ হাজার ৬২৪ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯ কোটি ৪৪ লাখ ৪৮ হাজার ৯৫৬ টাকা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২৭ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুন ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]