শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের উত্থানে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪ | 36 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে সপ্তাহ শুরু

আজ ০৮ জানুয়ারি সূচকের উত্থানে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে।

এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়।

পরবতীতে সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।

এর ফলে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ০৮ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪০ শতাংশ বা ২৫.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৯.৫১ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ৪.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৭.০১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০২.২২ পয়েন্টে।

এদিন লেনদেনে অংশ নিয়েছে ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ১১৯ টির, কমেছে ৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৫.৮৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজন ডিএসইতে ১৫ কোটি ৩৩ লাখ ৪৯ হাজার ২৪টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ১৮৫ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৪১ কোটি ১৩ লাখ ৮৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ০৪ জানুয়ারি ডিএসইতে ১১ কোটি ১ লাখ ৫২ হাজার ৮৩টি শেয়ার ১ লাখ ১ হাজার ২৩ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৩৪৪ কোটি ৪৫ লাখ ৮৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯৬ কোটি ৬৮ লাখ ৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৩ শতাংশ বা ৬১.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৭০.৩১ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১ টির, কমেছে ১৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৯ কোটি ৯৯ লাখ ৯২ হাজার ৯২৪ টাকা।

গতকাল লেনদেন হয়েছিল ১১ কোটি ৪০ লাখ ৫৩ হাজার ৪০৫ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৪০ লাখ ৬০ হাজার ৪৮১ টাকা।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : এনআরবি ব্যাংকের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

আরও দেখুন : ডিএসইর আজকের লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৪:২০ অপরাহ্ণ | সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]