শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ | 102 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

আজ ১২ অক্টোবর সূচকের সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য লেনদেন হযেছে। দিনশেষে প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২১ শতাংশ বা ১৩.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫৯.৩৪ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ১.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৮.২৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪১.৫৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৬.৩৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ৮ কোটি ৫১ লাখ ৫৪ হাজার ৮৫টি শেয়ার ১ লাখ ১৭ হাজার ৮৪০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১৮ কোটি ২৯ লাখ ৭২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১১ অক্টোবর ডিএসইতে ৭ কোটি ৭৫ লাখ ৩৯ হাজার ৬১৪টি শেয়ার ১ লাখ ১৭ হাজার ৮৯৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৩০ কোটি ৪০ লাখ ৪৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৭ শতাংশ বা ৩১.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৪৮.১৬ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৫ কোটি ২ লাখ ৭৬ হাজার ৪৮৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৮ লাখ ৬৫ হাজার ১১ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩ কোটি ৫ লাখ ৮৮ হাজার ৫২৫ টাকা।
শেয়ারবাজার২৪

আরও পড়ুন : বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন

আরও পড়ুন : আজকের ডিএসইর লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৩:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]