শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ | 89 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

আজ ২৮ ডিসেম্বর সূচকের উত্থানে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়।

তবে মাঝে মাঝে টানা পতন হলেও দিনশেষে সূচকের তীর উপরের দিকেই থাকে। এর ফলে সূচকের সামান্য উত্থানে টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৬.৪৯ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৪.১৩ পয়েন্টে।

অপর সূচক ডিএসই–৩০ সূচক ৬.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৩.৮৩ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টির।

আজ ডিএসইতে ২২ কোটি ১৮ লাখ ২১ হাজার ৮১৫টি শেয়ার ১ লাখ ৬১ হাজার ৩৭৯ বার হাতবদল হয়েছে।

টাকার অংকে যার বাজারমূল্য ৬৬০ কোটি ৬১ লাখ ৬৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৭ ডিসেম্বর ডিএসইতে ১৬ কোটি ৭৯ লাখ ৫ হাজার ৩৯৫টি শেয়ার ১ লাখ ৩৫ হাজার ৪৫৫ বার হাতবদল হয়েছে।

টাকার অংকে যার বাজারমূল্য ৪৮৩ কোটি ৭ লাখ ৩৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৭৭ কোটি ৫৪ লাখ ২৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০১ শতাংশ বা ৩.৪৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫২০.১৩ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৬টির।

আজ দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ১৪ কোটি ২৩ লাখ ৯৯ হাজার ৫২৮ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৭৪ লাখ ৮০ হাজার ৮৪৫ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১ কোটি ৪৯ লাখ ১৮ হাজার ৬৮৩ টাকা।
শেয়ারবাজার২৪

আরও পড়ুন : চলতি বছরে বিও হিসাব কমেছে ৪.৯৪ শতাংশ

আরও দেখুন : ডিএসইর আজকের লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৪:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]