শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ | 30 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

আজ ১৩ এপ্রিল, সূচকের উত্থানে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সব সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ১৩ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ১০.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৫.১৭ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৭.৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০১.৯৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩০৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৮ টির, কমেছে ৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৪ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ২২.১৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ৫ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ৭৮৯টি শেয়ার ৮৬ হাজার ২৭৯ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১৪ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকা।

গতকাল ডিএসইতে ৬ কোটি ৭৩ লাখ ১৯ হাজার ৪৩৩টি শেয়ার ৮০ হাজার ৮৪১ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪১১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা।

অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে ৩ কোটি ৪ লাখ ৭১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৫ শতাংশ বা ২৮.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৩৩১.২৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩৭টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৬ কোটি ৯১ লাখ ৬৭ হাজার ৭৫৯ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ১৪ লাখ ৯৫ হাজার ৯৩৬ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৩ লাখ ২৮ হাজার ১৭৭ টাকা।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

Facebook Comments Box

Posted ১০:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]