শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ | 36 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

আজ ২৭ এপ্রিল, সূচকের উত্থানে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২৭ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ৭.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৪.০৬ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৩.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২.৯০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৮.৫৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৯ টির, কমেছে ৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২২.৫০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৫ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ১১৬টি শেয়ার ১ লাখ ৭৬ হাজার ৪২৬ বার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ৯৬৭ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকা।

গত কার্যদিবসে ডিএসইতে ১১ কোটি ০৪ লাখ ৭৩ হাজার ৪৩৩টি শেয়ার ১ লাখ ৫০ হাজার ৩৪১ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল ৭৬৫ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২০২ কোটি ৩৫ লাখ ২৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ১০.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৪৬২.০৮ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৫৭টি কোম্পানির মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৪২টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার ৭২৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ১৭ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৭২ লাখ ৪২ হাজার ২৯১ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]