শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ | 57 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

আজ ২৫ মে, সূচকের উত্থানে সপ্তাহ শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২৫ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ১৯.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০৫.৯০ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ০.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭০.৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৮.৫০ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫ টির, কমেছে ৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩০.০০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৪১ লাখ ১৮ হাজার ১৩৯টি শেয়ার ২ লাখ ২৮ হাজার ৪৬০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০৩৬ কোটি ৫৬ লাখ ৫৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৪ মে ডিএসইতে ২৩ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ৪৩১টি শেয়ার ২ লাখ ৩১ হাজার ৬৫৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১০৯ কোটি ৯৩ লাখ ৭৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৭৩ কোটি ৩৭ লাখ ২৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২২ শতাংশ বা ৪১.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬৩৭.৯৫ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২৩৭ টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৬৮টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৯ কোটি ৪০ লাখ ৪৯ হাজার ৫৪৩ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৫ কোটি ১ লাখ ৯১ হাজার ২৭ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪ কোটি ৩৮ লাখ ৫৮ হাজার ৫১৬ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]