শনিবার ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের ধারাবাহিক উত্থানে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ জুন ২০২৪ | 5 বার পঠিত | প্রিন্ট

সূচকের ধারাবাহিক উত্থানে লেনদেন বেড়েছে

গতকালের মত আজও ২৬ জুন সূচকের উত্থান দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজার। এদিন সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের একটানা উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৬ শতাংশ বা ৬০.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩০২.৭২ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৫.৮৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৫.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০৩.৮৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৪০৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫১ টির, কমেছে ৮৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬২.১২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৪ কোটি ৯৮ লাখ ১৫৬ টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ৭৯০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬০৫ কোটি ১২ লাখ ২৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৫ জুন ডিএসইতে ১৩ কোটি ১৩ লাখ ৯০ হাজার ৪৬৯ টি শেয়ার ১ লাখ ২৩ হাজার ৫৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫২৪ কোটি ৫৬ লাখ ৬২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮০ কোটি ৫৫ লাখ ৬৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬১ শতাংশ বা ৯১.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৪ হাজার ৯২৮.২০ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২৪০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫ টির, কমেছে ৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৩৮৯ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:১৯ অপরাহ্ণ | বুধবার, ২৬ জুন ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]