শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ মে ২০২৩ | 24 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

আজ ১৫ মে, সূচকের পতনেও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

আজ সূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছিল। দুপুর ১২টা পর্যন্ত সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে।

জানা যায়, আজ ১৫ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ৩.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬০.০৯ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ২.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৬.১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮৫.৮২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০ টির, কমেছে ৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২০.৩৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১২ কোটি ০৪ লাখ ৭৯ হাজার ৩৫২টি শেয়ার ১ লাখ ৫৯ হাজার ৫৩১ বার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ৬৫৩ কোটি ৯৯ লাখ ০৬ হাজার টাকা।

গত কার্যদিবসে ডিএসইতে ১১ কোটি ৯০ লাখ ৩৪ হাজার ৬২১টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ৮৯ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৬৩৬ কোটি ৪৯ লাখ ৪৬ হাজার টাকার।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৭ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৪ শতাংশ বা ২৭.৫৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৪৩৯.০৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৯৮ টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৮ কোটি ৫৯ হাজার ৮৮৫ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৭৭ লাখ ৫০ হাজার ৮২৮ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৯৪৩ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:১৯ অপরাহ্ণ | সোমবার, ১৫ মে ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]