শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ নভেম্বর ২০২২ | 49 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

আজ ২৮ নভেম্বর সূচকের পতনেও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলে। কিন্ত সকাল সাড়ে ১০টার পর থেকেই ক্রমান্বয়ে সূচক পরতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। এর ফলে দিনশেষে সব সূচকের পতনেও লেনদেন বেড়েছে টাকার অংকে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

আরও দেখুন : আজকের ডিএসইর গেইনার তালিকা

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৩৫ পয়েন্ট বা ০.৫৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১৯৭.৯৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.৩৯ পয়েন্ট বা ০.৬৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১০.৮০ পয়েন্ট বা ০.৪৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৪.৫৯ পয়েন্টে এবং দুই হাজার ১৯১.৫৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ২৮৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০টির বা ৩.৪৬ শতাংশের, শেয়ার দর কমেছে ৭৩টির বা ২৫.২৬ শতাংশের এবং ২০৬টির বা ৭১.২৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭২.৭৯ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৯.৪৪ পয়েন্টে। সিএসইতে আজ ১১৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২টির দর বেড়েছে, কমেছে ৪৬টির আর ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইতে আজ ৪১৬ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭৭ কোটি ০২ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৩৯ কোটি ৭৩ লাখ টাকার।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:২৫ অপরাহ্ণ | সোমবার, ২৮ নভেম্বর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]