শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ | 70 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

আজ ০২ জানুয়ারি সূচকের পতনেও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবতীতে সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। কিন্ত দুপুর দেড়টার পর সূচকের একটানা পতন ঘটে। দিনশেষে সূচকের পতনেও টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ৯.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৩৩.৪১ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ১.০৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬০.১৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসই–৩০ সূচক ১.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৯.৮৯ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে া ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ৩৪ টির, কমেছে ১৩২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ১০.২৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ১৭ কোটি ৬৬ লাখ ৬৫ হাজার ৯৫৮টি শেয়ার ১ লাখ ৩৬ হাজার ২৪৭ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৫১৬ কোটি ৮৮ লাখ ৮৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১ জানুয়ারি ডিএসইতে ১৫ কোটি ৫৮ লাখ ৩৭ হাজার ৮০৪টি শেয়ার ১ লাখ ৩১ হাজার ৯১৩ বার হাতবদল হয়েছিল।

আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি ৭৮ লাখ ৭৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৩ কোটি ১০ লাখ ১০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১০ শতাংশ বা ১৮.৯০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৪৮৬.২২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৯টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৬ কোটি ৫৩ লাখ ৪০ হাজার ৭১৬ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৩১ লাখ ৪৯ হাজার ৮৩০ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২ কোটি ৭৮ লাখ ৯ হাজার ১১৪ টাকা।
শেয়ারবাজার২৪

আরও পড়ুন : এনআরবি ব্যাংকের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

আরও দেখুন : ডিএসইর আজকের লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৪:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]