শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২ | 85 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনেও বেড়েছে লেনদেন। এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।  শেয়ারবাজারে সব সূচক কমেছে তবে টাকার পরিমাণে বেড়েছে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৪.৭৩ পয়েন্ট বা ০.৯২ শতাংশ কমে ৬ হাজার ৯২৬.৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ৯.৩৭ পয়েন্ট বা ০.৬২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৮.২৩ পয়েন্ট বা ১.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৯৮.৭৬ পয়েন্টে এবং ২ হাজার ৫৪৫.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৩৮০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৭টির বা ২০.২৬ শতাংশ, কমেছে ২৭০টির বা ৭১.০৫ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি বা ৮.৬৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

ডিএসইতে আজ ১ হাজার ১৪০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৩৫ কোটি ৯৪ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১ হাজার ৪ কোটি ৯৯ লাখ টাকার।

ডিএসইতে আজ ১৯ কোটি ৮৮ লাখ ২৭ হাজার ৫৮৮টি শেয়ার ২ লাখ ১৯ হাজার ৯৯১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১ হাজার ১৪০ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ২৪ টাকা ৯০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৬৬ হাজার ৪২ কোটি ৮০ লাখ ৭২ হাজার ৩৫৭ টাকা ৪৮ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২২৯.০৮ পয়েন্ট বা ১.১১

শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২৩০.৪৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩১৩টি প্রতিষ্ঠানের মধ্যে

শেয়ার দর বেড়েছে ৭৭টির, কমেছে ২১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। আজ সিএসইতে ৩৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ১১:১৯ অপরাহ্ণ | রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]