বৃহস্পতিবার ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ জুন ২০২৩ | 75 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

আজ ১৪ জুন সূচকের পতনেও লেনদেন বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু বেলা ১১টা পর্যন্ত অস্বাভাবিক উঠানামা দেখা গেছে। পরবর্তীতে ক্রমান্বয়ে সূচকের তীর নিচের দিকে নেমে যায়, যা শেষ পর্যন্ত অব্যহত থাকে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ১৪ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৮ শতাংশ বা ২৪.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৪.৭৫ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ৫.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৪.১৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮১.০৭ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫ টির, কমেছে ১১৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৩.৩৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১১ কোটি ৭৮ লাখ ২ হাজার ৯৮৩টি শেয়ার ১ লাখ ৭৭ হাজার ৪৮৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭২৩ কোটি ৩৩ লাখ ৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৩ জুন ডিএসইতে ১১ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার ৭৯৫টি শেয়ার ১ লাখ ৭০ হাজার ৬৪১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৬৯ কোটি ১৪ লাখ ৫২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫৪ কোটি ১৮ লাখ ৫৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৮ শতাংশ বা ৭২.২৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৪৮.৩৭ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২১৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২৯টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৫টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৩ লাখ ৫ হাজার ৬৯৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৬৯ লাখ ৮৬ হাজার ৯৭ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬ কোটি ৩ লাখ ১৯ হাজার ৬০২ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:২৮ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুন ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]