শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পতনে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ | 97 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনে সপ্তাহ শুরু

আজ ১৯ নভেম্বর সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে।

এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়, যার স্থায়িত্ব ছিল খুবই কম।

পরবর্তীতে সূচকের একটানা পতন ঘটে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল।

এর ফলে দিনশেষে প্রধান সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৫ শতাংশ বা ১৬.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪০.৯৭ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৩.৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১০.৬৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩টির , কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬১টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ১০.৭১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ২৪ লাখ ২২ হাজার ৫০৬টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ১৩ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৬ নভেম্বর ডিএসইতে ১২ কোটি ২১ লাখ ৫৯ হাজার ৬১৪টি শেয়ার ১ লাখ ১০ হাজার ৯৫২ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৩৬০ কোটি ৭৬ লাখ ০৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৩ কোটি ১০ লাখ ৬৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৯ শতাংশ বা ৩৬.৯২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫০৪.৯৯ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৭৫ হাজার ৯২০ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ১২ লাখ ৭৩১ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১ কোটি ৬২ লাখ ৭৫ হাজার ১৮৯ টাকা।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন :  এসএমই বোর্ডে তালিকাভুক্তির আবেদন বাতিল

আরও পড়ুন : আজকের ডিএসইর লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৪:৫৯ অপরাহ্ণ | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]