বুধবার ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পতনে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৩ নভেম্বর ২০২২ | 129 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনে সপ্তাহ শুরু

আজ ১৩ নভেম্বর সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সব সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

আরও দেখুন : আজকের ডিএসইর গেইনার তালিকা

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৮.৯৩ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৩০৪.৮৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪.৬৩ পয়েন্ট বা ১.০৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২২.৪৮ পয়েন্ট বা ১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭০.৩৯ পয়েন্টে এবং দুই হাজার ২১৩.৪৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৫টির বা ৭.২৭ শতাংশের, শেয়ার দর কমেছে ৮৭টির বা ২৫.২৯ শতাংশের এবং ২৩২টির বা ৬৭.৪৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৭২৪ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭৩ কোটি ৭৮ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৯৭ কোটি ৯৩ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৬.৩৪ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩৬.৭১ পয়েন্টে। সিএসইতে আজ ১৭৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৪টির দর বেড়েছে, কমেছে ৬১টির আর ৯৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আরও পড়ুন : ব্লক মার্কেটে ৩৫ কোম্পানির শেয়ার লেনদেন

আরও পড়ুন : স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি

আরও পড়ুন : ৯ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

আরও পড়ুন : ৭ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

 

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১৪ অপরাহ্ণ | রবিবার, ১৩ নভেম্বর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]