শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ | 26 বার পঠিত | প্রিন্ট

আজ ১৬ এপ্রিল, সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। তবে বেশিরভাগ  কোম্পানির শেয়ারের দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ১৪ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স ০.০১ শতাংশ বা ১.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৬.২৩ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ০.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৭.৬৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৯.৬৭ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১ টির, কমেছে ৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১০ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৬.০৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

সারাদিনে ডিএসইতে ৮ কোটি ৩৬ লাখ ১৪ হাজার ৮১৪টি শেয়ার ৯১ হাজার ৯৯৭ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৭২ কোটি ৯১ লাখ ৩৫ হাজার টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছে ৪১৪ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫৮ কোটি ৭৮ লাখ ১৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৪ শতাংশ বা ৭.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৩৩৮.৬৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩২টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১২ কোটি ১১ লাখ ১৭ হাজার ৯৩৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৯১ লাখ ৬৭ হাজার ৭৫৯ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫ কোটি ১৯ লাখ ৫০ হাজার ১৭৮ টাকা।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : সপ্তাহজুড়ে ৯ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

Facebook Comments Box

Posted ৩:৫৬ অপরাহ্ণ | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

sharebazar24 |

আরও

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]