শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ মে ২০২৩ | 37 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

আজ ২ মে, সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনে পরিমান। দিন শেষে আজ ২৫.৯৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

 

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ৮.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭০.৭৭ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৭.৭৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৬.১২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮ টির, কমেছে ৫০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৫.৯৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১২ কোটি ৩৯ লাখ ৩৩ হাজার ৫৫টি শেয়ার ১ লাখ ৫৭ হাজার ৭৭৯ বার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ৮৫১ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকা।

গত কার্যদিবসে ডিএসইতে ৯ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ১০৮টি শেয়ার ১ লাখ ৫৮ হাজার ১২৬ বার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ছিল ৬৯৩ কোটি ১৫ লাখ ৩৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৫৮ কোটি ৫৪ লাখ ২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১০ শতাংশ বা ২০.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৪৭২.১৫ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৫৯টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ৯৬ লাখ ১২ হাজার ৯৪২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৬১ লাখ ২৮ হাজার ৯৬৪ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১ কোটি ৩৪ লাখ ৮৩ হাজার ৯৭৮ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ মে ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]