শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ | 77 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

আজ ৩১ অক্টোবর সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়।

পরবর্তীতে সূচকের পতন হলেও দুপুরে সূচকের তীর আবারও উপরের দিকে উঠে যায়।

দিনশেষে প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ১.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৮.৬৫ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬২.৭৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৩.৮৬ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির , কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৬.০১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৭৯ লাখ ৯৪ হাজার ৮১৪টি শেয়ার ১ লাখ ৩৫ হাজার ৩৭১ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৫২২ কোটি ৮৮ লাখ ৮৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩০ অক্টোবর ডিএসইতে ৬ কোটি ৯৮ লাখ ৮২ হাজার ২৪১টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ৭৮৩ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৪৪৩ কোটি ৫৬ লাখ ৯৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৯ কোটি ৩১ লাখ ৯২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ১০.৪৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৮৯.৪১ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৪ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৪৭৭ টাকা।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : ৯ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : আজকের ডিএসইর লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৩:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]