শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ নভেম্বর ২০২৩ | 98 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

আজ ২২ নভেম্বর সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়।

সকাল সাড়ে ১০টা ৫০ মিনিট পর্যন্ত একটানা উত্থানের পর সুচকের গতি কমতে থাকে।

এরপর সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।

এর ফলে দিনশেষে প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২২৪.৪৭ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৫০.৫৯ পয়েন্টে।

তবে ডিএসই-৩০ সূচক ১.২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১০৩.২০ পয়েন্টে।

ডিএসইতে ৩১৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির বা ৩১.৩৫ শতাংশের দর বেড়েছে।

শেয়ারদর কমেছে ৩২টির বা ১০.০৩ শতাংশের এবং ১৮৭টির বা ৫৮.৬২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৪০৯ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

যা আগের কার্যদিবস থেকে ৬৪ কোটি ১৭ লাখ টাকা বেশি।

আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৪৫ কোটি ৪১ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আজ ৭.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭৬.৯১ পয়েন্টে।

এছাড়া সিএসসিএক্স ৩.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫০.৩০ পয়েন্টে।

তবে সিএসই-৩০ সূচক ১.৫৪ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.২৫ পয়েন্ট এবং সিএসআই ০.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ২৭৬.৮৩ পয়েন্টে, একহাজার ৩০১.৮৯ পয়েন্টে এবং একহাজার ১৬৭.০৭ পয়েন্টে।

আজ সিএসইতে ১৪২টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ৩০টির আর অপরিবর্তিত রয়েছে ৬৯টি প্রতিষ্ঠানের।

আজ সিএসইতে ৭ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন :  এসএমই বোর্ডে তালিকাভুক্তির আবেদন বাতিল

আরও পড়ুন : আজকের ডিএসইর লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৫:২০ অপরাহ্ণ | বুধবার, ২২ নভেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]