শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ | 90 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

আজ ২৬ ডিসেম্বর সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়।

পরবর্তীতে সূচকের পতন হলেও আবারও ঘুরে দাঁড়ায় বাজার।

দুপুর ১২টার পর সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।

এর ফলে দিনশেষে প্রধান সূচক পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ৬.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৫.২৪ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৫.৭২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৭.৬৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৬.৬২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৪ কোটি ৭১ লাখ ১৪ হাজার ২৫৬টি শেয়ার ১ লাখ ৩০ হাজার ২০৫ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬০ কোটি ৭১ লাখ ০৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৪ ডিসেম্বর ডিএসইতে ১৪ কোটি ১২ লাখ ৮৯ হাজার ২৫২টি শেয়ার ১ লাখ ২২ হাজার ৫০৭ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৪১২ কোটি ৫ লাখ ২০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪৮ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৮ শতাংশ বা ১৪.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫২২.৬৮ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৭টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৬ লাখ ৯১ হাজার ৬৭ টাকা।

শেয়ারবাজার২৪

 

আরও পড়ুন : চলতি বছরে বিও হিসাব কমেছে ৪.৯৪ শতাংশ

আরও দেখুন : ডিএসইর আজকের লেনদেন চিত্র

Facebook Comments Box

Posted ৩:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]