শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ | 91 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

আজ ২৫ অক্টোবর সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে । এদিন সূচক বাড়লেও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। এদিন লেনদেনের সূচকের তীর উপরের দিকে উঠতে থাকে, যা বেলা সাড়ে ১১টা পর্যন্ত অব্যহত ছিল। এরপর সূচকের তীর নীচের দিকে নামতে থাকলেও পতন হয়নি। যে কারণে দিনশেষে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে।

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০.২৪ পয়েন্ট বা ০.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩২৮.১৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৮৪ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৯০.৩৯ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ১.৬৩ পয়েন্ট বা ০.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ২৪৩.৭২ পয়েন্টে।

আগের কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬.৩৫ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৩০৭.৯৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১৬.৮৯ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ২৪৫.৩৬ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ১৪.২৭ বা ১.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৮৪.৫৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৬টির বা ২৪.২৩ শতাংশের, শেয়ার দর কমেছে ২১টির বা ৫.৯১ শতাংশের এবং ২৪৮টির বা ৬৯.৮৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

আগের কার্যদিবসে ডিএসইতে ৩১৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮ টির বা ৫.৭১ শতাংশের, শেয়ার দর কমেছে ৮২টির বা ২৬.০৩ শতাংশের এবং ২১৫টির বা ৬৮.২৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৯ কোটি ১১ লাখ ৮৪ হাজার ৮২৮টি শেয়ার এক লাখ ১৩ হাজার ৪৫২বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৬২৩ কোটি ৫০ লাখ ৫০ হাজার ৫৩৪ টাকা ১০ পয়সা।

আগের কার্যদিবস ডিএসইতে ৪ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার ১২৬টি শেয়ার ৫৫ হাজার ৪৯৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩৩৪ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার ৩৫২ টাকা ৭০ পয়সা।

আজ ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৯৬৮ কোটি ৪৬ লাখ ৭১ হাজার ১৭০ টাকা ৪৬ পয়সায়।

আগের কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৫ হাজার ৮৪৯ কোটি ৪৪ লাখ ৯০ হাজার ৪১৪ টাকা ২৩ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯.৪১ পয়েন্ট বা ০.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৩.০১ পয়েন্টে। সিএসইতে আজ ২০৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৮টির দর বেড়েছে, কমেছে ২৯টির আর ১৩১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আগের কার্যদিবসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৬.০৬ পয়েন্ট বা ০.৪৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩৩.৬০ পয়েন্টে। সিএসইতে এদিন ২০২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩১টির দর বেড়েছে, কমেছে ৫৮টির আর ১১৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আরও পড়ুন : জেএমআই হসপিটালের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : যমুনা ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

আরও পড়ুন : ব্লক মার্কেটে ৪০ কোম্পানির লেনদেন

আরও পড়ুন : পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ আবারও বেড়েছে

আরও পড়ুন : স্পট মার্কেটে লেনদেন করবে উত্তরা ব্যাংক

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]