শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের স্বাভাবিক ওঠানামায় লেনদেন বাড়ালো ৬ খাত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ আগস্ট ২০২১ | 252 বার পঠিত | প্রিন্ট

সূচকের স্বাভাবিক ওঠানামায় লেনদেন বাড়ালো ৬ খাত

আজ সপ্তাহের শুরুতে শেয়ারবাজারে সূচকের ঊত্থান হলেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরু থেকেই সূচকের তীর উপরের দিকে ছিল। পুরোটা সময়ই সূচকের স্বাভাবিক ওঠানামা ছিল। অন্যদিনের মত বৈরি আচড়ন করেনি। অন্যদিনগুলোতে যেমন অস্বাভাবিক হারে একটানা সূচক ওঠে আবার একইভাবে নেমে যায়। এতে বিনিয়োগকারীরা লেনদেন নিয়ে বিপাকে পড়ে যায়। তারা বুঝতে পারেনা কি করবে। কিন্ত আজ সে রকম পরিস্থিতিতে বিনিয়োগকারীদের পরতে হয়নি। তাই বলা যায় বিনিয়োগকারীরা অনেকটা স্বাচ্ছন্দেই লেনদেন করেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন সূচক ও লেনদেন বাড়ানোর ক্ষেত্রে ব্যাংক, বীমা ও মিউচ্যুয়াল ফান্ডের ইতিবাচক ভূমিকা ছিলনা। এছাড়া প্রায় সবগুলো খাতেরই ইতিবাচক লেনদেন হয়েছে। তবে আজ ডিএসই’র ৫৬ পয়েন্টের মধ্যে ৪২.৭৯ পয়েন্ট যোগ করেছে ১০ কোম্পানি। এ ১০ কোম্পানির মধ্যে- ওয়ালটন হাইটেক ২০.৬৬ পয়েন্ট, বিকন ফার্মা ৬.১৩ পয়েন্ট, আইসিবি ৩.৪৬ পয়েন্ট, তিতাস গ্যাস ২.৯৯ পয়েন্ট, বিএটিবিসি ২.৮৩ পয়েন্ট, ওরিয়ন ফার্মা ১.৮৬ পয়েন্ট, বিএসআরএম স্টিল ১.৪৯ পয়েন্ট, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ১.২৯ পয়েন্ট, আইডিএলসি ১.০৭ পয়েন্ট এবং জিপিএইচ ইস্পাত ১.০১ পয়েন্ট যোগ করেছে।

এদিকে, লেনদেন বাড়ানোর ক্ষেত্রে অবদান রেখেছে প্রকৌশল, ওষুধ ও রসায়ন, বস্ত্র, বিদ্যু’ ও জ্বালানী, আর্থিক এবং সেবা ও আবাসন। আজ এ ৬ খাত মিলে লেনদেনে যোগ করেছে , এক হাজার ৩১৬ কোটি ২৬ লাখ ১০ হাজার টাকা। যার মধ্যে প্রকৌশল খাতের ৪২৮ কোটি ১১ লাখ ১৫ হাজার টাকা। অন্য খাতগুলোর মধ্যে- আর্থিক খাত ৯০ কোটি ৫৩ লাখ ১৭ হাজার টাকা, ওষুধ ও রসায়ন খাত ৩০৯ কোটি ২৪ লাখ ১৯ হাজার টাকা, বস্ত্র খাত ২৯৫ কোটি ৯১ লাখ ৯ হাজার টাকা, বিদ্যুৎ ও জ্বালানী খাত ১২৩ কোটি ৩৬ লাখ ৭৭ হাজার টাকা এবং সেবা ও আবাসন খাত ৬৯ কোটি ৯ লাখ ৭৭ হাজার টাকা যোগ করেছে।

জানা যায়, আজ ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুর হয়, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসই-এক্স আগের দিনের তুলনায় ৫৬.৩১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৮১.৫৬ পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসই-৩০ সূচক দশমিক ১৬.২২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৪৪.১০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই’র শরিয়াহ্ সূচক ৮.১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪১২.১৪ পয়েন্টে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৩৩টি, কমেছে ১১৭টি এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

আজ ডিএসইতে মোট ৭৬ কোটি ৪৫ লাখ ৩ হাজার ১৭৯টি শেয়ার ৩ লাখ ৩৫ হাজার ২৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ হাজার ১৮৭ কোটি ৮৩ লাখ ৭৪ হাজার ২৪৭ টাকা ৬০ পয়সা।

এদিন বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৭ হাজার ৮৭০ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ১৯৩ টাকা ৬৫ পয়সা। যা আগের দিনের

টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকোর। আজ ডিএসইতে কোম্পানিটির ৫৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সাইফ পাওয়ার টেকের ৫৮ কোটি ১০ লাখ টাকার লেনদেন হয়। ৫৪ কোটি ২৫ লাখ টাকা শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। এছাড়াও ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- জিপিএইচ ইস্পাত, ফু-ওয়াং সিরামিক, এস এস স্টিল, সিলকো ফার্মাসিউটিক্যাল, আলিফ ম্যানুফ্যাকচারিং, পিপলস ইনস্যুরেন্স এবং ফার কেমিক্যাল।

আজ ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে এসআলম কোল্ড রোল্ড স্টিলের। এদিন এ কোম্পানির ১০ শতাংশ দরে বেড়ে প্রতিটি শেয়ার ৩৬ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। সর্বোচ্চ দর বাড়ার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে- এমারেল্ড অয়েল ৯.৯৬ শতাংশ, মেট্রো স্পিনিং ৯.৯৪ শতাংশ, তৌফিকা ৯.৯৩ শতাংশ, ইনডেক্স এগ্রো ৯.৯৩ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ৯.৯৩ শতাংশ, নাহি অ্যালুমিনিয়াম ৯.৯৩ শতাংশ, প্যাসিফিক ডেনিম ৯.৯২ শতাংশ, এএফসি এগ্রো ৯.৯০ শতাংশ এবং সুরিদ ইন্ডাস্ট্রিজের ৯.৮৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

আজ ডিএসইতে সবচেয়ে দর কমেছে প্রাইম ইন্স্যুরেন্সের। এদিন এ কোম্পানির ৯.৮৯ শতাংশ দর কমে প্রতিটি শেয়ার ৬১ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে- জিলবাংলা সুগার ৫.৭৯ শতাংশ, জুট স্পিনার্স ৫.১৮ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্স ৪.৯৯ শতাংশ ফিনিক্স ফাইন্যান্স ৪.০৪ শতাংশ, শ্যামপুর সুগার ৪.২৮ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ৪.২৬ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্স ৪.১৭ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্স ৪.০৮ শতাংশ এবং ফিনিক্স ইন্স্যুরেন্সে ৩.৭৭ শতাংশ দর কমেছে।

এদিকে, অপর দেশের শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ২২৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৩ কোটি চার লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৩২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৯টির এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:০৩ অপরাহ্ণ | সোমবার, ০২ আগস্ট ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]