শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচক কমলেও লেনদেন বাড়ালো ৫ খাত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ | 191 বার পঠিত | প্রিন্ট

সূচক কমলেও লেনদেন বাড়ালো ৫ খাত

আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমলেও টাকার অংকে লেনদেন বাড়ালো ৫ খাত। এগুলো হলো- ব্যাংক, বীমা, আর্থিক, তথ্য প্রযুক্তি এবং সেবা ও আবাসন খাত। এদিন ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ার দর ও বাজার মূলধন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইতে লেনদেনের শুরুতে সূচকের তীর উর্ধ্বমুখী ছিল। বেলা সাড়ে ১১টা পর্যন্ত সূচকে স্বাভাবিক ওঠানামা হলেও পরবর্তীতে একটানা সূচক কমতে দেখা গেছে। যে কারণে দিনশেষে সূচকের পতন হয়। কিন্তু সূচক কমলেও ৫ খাতে ভর করে লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন ডিএসইতে ব্যাংক, বীমা, আর্থিক, তথ্য প্রযুক্তি এবং সেবা ও আবাসন খাতে মোট ১৬ কোটি ৯ লাখ ৪৮ হাজার ১৬৩টি শেয়ার ৭৭ হাজার ১৯৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫২৬ কোটি ৭৫ লাখ ৯৯ হাজার টাকা। এর মধ্যে ব্যাংক খাতে মোট ৭ কোটি ৬ লাখ ৯০ হাজার ২৬টি শেয়ার ১৪ হাজার ৭৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১২৯ কোটি ৪৪ লাখ ৪৯ হাজার টাকা। বীমা খাতে মোট ৩ কোটি ৪০ লাখ ৬৫ হাজার ১২৩টি শেয়ার ৪০ হাজার ১৫৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২১১ কোটি ৫২ লাখ ১৮ হাজার টাকা। আর্থিক খাতে মোট ২ কোটি ১৪ লাখ ১৭ হাজার ৮১৫টি শেয়ার ৮ হাজার ৯৫৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৬১ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকা। তথ্য প্রযুক্তি খাতে ৯০ লাখ ৮৩ হাজার ৫১টি শেয়ার ৬ হাজার ৪৫৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪৮ কোটি ৫৭ লাখ ৩১ হাজার টাকা। সেবা ও আবাসন খাতে ২ কোটি ৫৬ লাখ ৯২ হাজার ১৪৮টি শেয়ার ৭ হাজার ৫৪৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭৬ কোটি ১৫ লাখ ৭১ হাজার টাকা।

এদিকে আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসই-এক্স আগের দিনের তুলনায় ২৪.৩৫ পয়েন্ট কমে ৬ হাজার ৩৭৯.৬৭ পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসই-৩০ সূচক দশমিক ১৩.৯৯ পয়েন্ট কমে ২ হাজার ৩০৮.৭৪ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই’র শরিয়াহ্ সূচক ১.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৮.২৮ পয়েন্টে।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫৩টি, কমেছে ১৯৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

আজ ডিএসইতে মোট ৪৭ কোটি ৯১ লাখ ১৭ হাজার ৯৯৯টি শেয়ার ২ লাখ ৫৩ হাজার ৮৩২বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ৪৬২ কোটি ৮১ লাখ ৯ হাজার ১৪ টাকা ৭০ পয়সা। যা আগের দিনের তুলনায় ৩৩ কোটি ৮৬ লাখ ১০ হাজার ৫৯৬ টাকা ৬০ পয়সা বেশি।

এদিন বাজার মূলধন ছিল ৫ লাখ ৩২ হাজার ২২১ কোটি ৪৪ লাখ ৪৭ হাজার ৭৮৫ টাকা ৫৯ পয়সা। যা আগের দিনের তুলনায় ২ হাজার ১২৩ কোটি ১২ লাখ ৩৫ হাজার ৫৬২ টাকা ২৭ পয়সা কম।

আজ ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বারাকা সাইফ পাওয়ারটেকের শেয়ার। কোম্পানিটির ৬৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বারাকা পতেঙ্গা পাওয়ারের ৫০ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- জিপিএইচ ইস্পাত, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এনআরবিসি ব্যাংক, ফু-ওয়াং সিরামিক, অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল, জিনেক্স ইনফোসিস এবং ওরিয়ন ফার্মা।

এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার। এদিন কোম্পানির ৯.৯২ শতাংশ দর বেড়ে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। এরপরেই রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল। এদিন এ কোম্পানির দর বেড়েছে ৯.৮১ শতাংশ। এ কোম্পানিটিও আজ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। দর বাড়ার ক্ষেত্রে অন্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী পেপার ৮.৪৭ শতাংশ, ফ্যামিলি টেক্স বিডি ৮.৩৩ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৮.২১ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্ট ৭.৭৪ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্স ৭.৭০ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইল ৭.৪০ শতাংশ, সেন্ট্রাল ফার্মা ৬.১২ শতাংশ এবং অগ্নী সিস্টেমসের ৫.৫৭ শতাংশ বেড়েছে।

আজ ডিএসইতে সবচেয়ে বেশি দর কমেছে শাইনপুকুর সিরামিকসের। এদিন ডিএসইতে এ কোম্পানির দর ৪.৯৪ শতাংশ কমেছে। এরপর কমেছে আইসিবি ২য় এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের। আজ ডিএসইতে এ ফান্ডের ৯.৯১ শতাংশ দর কমেছে।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৮৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৪৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৩টির এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]