মঙ্গলবার ২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

স্বতন্ত্র পরিচালক নিয়োগ আদেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ | 92 বার পঠিত | প্রিন্ট

স্বতন্ত্র পরিচালক নিয়োগ আদেশে নিষেধাজ্ঞা

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমটেক্স ইন্ডাস্ট্রিজে ৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ আদেশে নিষেধাজ্ঞা দিয়েছে উচ্চ-আদালত। যে নিয়োগের পেছনে কমিশনকে ভূল বোঝানো হয়েছিল বলে কোম্পানির দাবি। এছাড়া কোম্পানিরসহ শেয়ারহোল্ডারদের স্বার্থ ক্ষুন্ন হওয়ার শঙ্কা তৈরী হয়েছিল।

এর আগে গত কোম্পানিটিতে চেয়ারম্যানসহ নতুন ৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সিমটেক্সের বর্তমান চেয়ারম্যানের করা মামলায় গত ২ এপ্রিল ৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ ৬ মাসের এই স্থগিতাদেশ দিয়েছে উচ্চ-আদালতের বিচারপতি মাহামুদুল হক ও বিচারপতি মাহামুদ হাসান তালুকদার।

এতে সস্তি ফিরেছে কোম্পানীটির পরিচালনা পর্ষদ, বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সকল মহলে।

জানা যায়, গত ২২ মার্চ বিএসইসি সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বর্তমান পর্ষদে থাকা ২ স্বতন্ত্র পরিচালক ও ১ মনোনীত পরিচালকের পরিবর্তে কোম্পানির চেয়ারম্যানসহ ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়।

নিয়োগপ্রাপ্ত ৫ স্বতন্ত্র পরিচালক হলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ (চেয়ারম্যান), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সুবোধ দেব নাথ, দ্য জুরিস্টের পার্টনার কাওসার আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম ও ব্যবসায়ী আবিদ আল হাসান।

কমিশনের বিভিন্ন কোম্পানিতে এমন স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। এক্ষেত্রে বেশিরভাগ সময়ই শিক্ষকদের নিয়োগ দেয়া হয়।

যাদের ব্যবসায়িক অভিজ্ঞতা নেই। যে কারনে এরইমধ্যে অনেক কোম্পানিতে কমিশনের স্বতন্ত্র পরিচালক নিয়োগের মাধ্যমে পর্ষদ পূণ:গঠন মুখ থুবড়ে পড়েছে।

যেমনটি হতে যাচ্ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজেও। যার হাত থেকে রক্ষা করেছেন উচ্চ-আদালত।

যার ধারাবাহিকতায় সিমটেক্স ইন্ডাস্ট্রিজকে রক্ষায় কোম্পানিটির চেয়ারম্যান গত ২৭ মার্চ কমিশনের ৫ জনের স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে উচ্চ-আদালতে রিট করে।

যার ধারাবাহিকতায় ২ এপ্রিল হাইকোর্টের বিচারপতি মাহামুদুল হক ও বিচারপতি মাহামুদ হাসান তালুকদার বিএসইসির দেয়া ৫ জনের পরিচালনা পর্ষদ নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে।

এ বিষয়ে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের সচিব আশিষ কুমার সাহা বলেন, কোম্পানির স্বার্থ রক্ষার কথা বিবেচনায় করে চেয়ারম্যান মহোদয় বিএসইসির স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে উচ্চ-আদালতে রিট করেছিলেন।

যা বিবেচনায় নিয়ে উচ্চ-আদালত ওই স্বতন্ত্র পরিচালক নিয়োগে ৬ মাসের স্থগিতাদেশ দিয়েছে।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন :  ১৯ কোটি টাকা পাবে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা

Facebook Comments Box

Posted ১০:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]