নিজস্ব প্রতিবেদক | রবিবার, ৩০ অক্টোবর ২০২২ | 623 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, ড্যাফোডিল কম্পিউটার, জিপিএইচ ইস্পাত, দেশ গার্মেন্টসের ডিভিডেন্ড, খুলনা পাওয়ার, এস্কোয়ার নিট, লুবরেফ বাংলাদেশ লিমিটেড, আরডি ফুড এবং একমি পেস্টিসাইডস। আজ অনুষ্ঠিত বোর্ড সভায় এই ১০ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও দেখুন : ডিএসইর আজকের টার্নওভার তালিকা
একমি পেস্টিসাইডস: কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর ২০২২। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা ৫১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ২ টাকা ১২ পয়সা।
আরডি ফুড : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর ২০২২।
লুবরেফ বাংলাদেশ লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর ২০২২। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৩ টাকা ৪১ পয়সা।
এস্কোয়ার নিট : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর ২০২২।
আলিফ ইন্ডাস্ট্রিজ : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর ২০২২। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো এক টাকা ৪৫ পয়সা।
আলিফ ম্যানুফ্যাকচারিং : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত বোর্ড সভায় আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ডিভিডেন্ড ঘোষণা করা হয়। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর ২০২২। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৪৪ পয়সা।
ড্যাফোডিল কম্পিউটার : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর ২০২২। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৭০ পয়সা।
জিপিএইচ ইস্পাত : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫.৫০ শতাংশ ক্যাশ ৫.৫০ শতাংশ স্টকসহ ১১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর ২০২২। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৪ টাকা ১৮ পয়সা।
দেশ গার্মেন্টসের ডিভিডেন্ড : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর ২০২২। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৪০ পয়সা। ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য ছিলো ১৯ টাকা ৭০ পয়সা।
খুলনা পাওয়ার : কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর ২০২২।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৮৭ পয়সা।
আরও পড়ুন : খুলনা পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : জিপিএইচ ইস্পাতের ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : ড্যাফোডিল কম্পিউটারের ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : আলিফ ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : ব্যাংক এশিয়ার আর্থিক প্রতিবেদন প্রকাশ
আরও পড়ুন : ইউনিয়ন ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
আরও পড়ুন : ইসলামী ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
আরও পড়ুন : ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
আরও পড়ুন : রূপালী ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
আরও পড়ুন : এডিএন টেলিকমের আর্থিক প্রতিবেদন প্রকাশ
আরও পড়ুন : এস্কোয়ার নিটের ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : লুবরেফ বাংলাদেশ লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : ফিনিক্স ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
আরও পড়ুন : রিপাবলিক ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
আরও পড়ুন : আরডি ফুডের ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : পুঁজিবাজারের স্থায়ী স্থিতিশীলতা ও উন্নয়নে বিনিয়োগকারীদের ১২ দফা দাবি
আরও পড়ুন : ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : ৬ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
আরও পড়ুন : এএফসি এগ্রো বায়োটিকের ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : আমান কটনের ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : জেনেক্স ইনফোসিসের ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : রবি আজিয়াটার আর্থিক প্রতিবেদন প্রকাশ
আরও পড়ুন : শেফার্ড ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে
আরও পড়ুন : বসুন্ধরা পেপার মিলসের ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : তশরিফা ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : এএমসিএল-প্রাণের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার২৪
Posted ১১:১৪ অপরাহ্ণ | রবিবার, ৩০ অক্টোবর ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.