শুক্রবার ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ জুলাই ২০২৪ | 32 বার পঠিত | প্রিন্ট

৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

রেকর্ড ডেটের কারণে আগামীকাল ৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩টি হলো- পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং এপিএসসিএল নন-কনভার্টেবল অ্যান্ড ফুললি রিডিমেবল কুপন বেয়ারিং বন্ড।

জানা যায়, মনোস্পুল পেপারের ইজিএম ১৬ জুলাই বিকাল ৩টায় এবং পেপার প্রসেসিংয়ের একইদিন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

সভায় উভয় কোম্পানির নাম সংশোধন এবং কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের ২৮টি ধারা অন্তর্ভুক্ত করে এবং বিদ্যমান ৪২টি ধারার সবকটি মুছে ফেলার জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে। হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে ধারার পরিবর্তন আনবে কোম্পানিগুলো।

মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এর পরিবর্তে কোম্পানিটির সংশোধিত নাম হবে ‘মনোস্পুল বাংলাদেশ পিএলসি।’

আর পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড এর পরিবর্তে কোম্পানিটির সংশোধিত নাম হবে ‘মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি।’

এদিকে, আশুগঞ্জ পাওয়ার স্টেশন নন-কনভার্টেবল বন্ডের পঞ্চম বছরের অর্ধবার্ষিকীর (৫ জানুয়রি, ২০২৪ থেকে ৪ জালাই, ২০২৪) মুনাফা ঘোষণা করা হয়েছে। আলোচিত সময়ের জন্য ইউনিটধারীদেরকে ১০.৫০ শতাংশ হারে কুপন রেট বা মুনাফা দেওয়া হবে।

এর আগে বন্ডটির চতুর্থ বছরের অর্ধবার্ষিকীর (৫ জুলাই, ২০২৩ থেকে ৪ জানুয়ারি, ২০২৪) পর্যন্ত সময়ে ইউনিটধারীদেরকে ৫.২৫ শতাংশ হারে মুনাফা দিয়েছিল।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:০৭ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুলাই ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]