মঙ্গলবার ২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় প্রান্তিকে ক্যাশ ফ্লো বেড়েছে বিমা খাতের ২৩ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২ | 1225 বার পঠিত | প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে ক্যাশ ফ্লো বেড়েছে বিমা খাতের ২৩ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ৫৪টি কোম্পানি রয়েছে। এর মধ্যে ৪১টি সাধারণ বিমা কোম্পানি এবং ১৩টি জীবন বীমা। ইতিমধ্যে ৪০টি সাধারণ বীমা কোম্পানি দ্বিতীয় প্রান্তিক (জানুয়ারি-জুন’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বা ক্যাশ ফ্লো বেড়েছে ২৩ কোম্পানির। কোম্পানিগুলো হলো- গ্ৰীন ডেল্টা, প্রাইম ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, বিএনআইসিএল, ক্রিষ্টাল ইন্সুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, সেনাকল্যাণ ইন্সুরেন্স, এক্সপ্রেস ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্সুরেন্স, নর্দার্ন ইন্সুরেন্স, পূরবী জেনারেল, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্সুরেন্স, রুপালী ইন্সুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, দেশ জেনারেল, ইস্টার্ন ইন্সুরেন্স এবং মার্কেন্টাইল ইন্সুরেন্স। একই সময়ে ক্যাশ ফ্লো কমেছে ১৪টির এবং ৩ বিমার ক্যাশ ফ্লো নেগেটিভ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এশিয়া ইন্স্যুরেন্স: বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) বিমা কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২ টাকা ৬৩ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ২ টাকা ৫৭ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে বিমা কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ৬ পয়সা।

বিএনআইসিএল: বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) বিমা কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৬ টাকা ৯ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ৪ টাকা ৩২ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে বিমা কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১ টাকা ৭৭ পয়সা।

সেন্ট্রাল ইন্সুরেন্স: বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) বিমা কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ৫৮ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ১ টাকা ১৩ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে বিমা কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ৪৫ পয়সা।

ক্রিষ্টাল ইন্সুরেন্স: বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) বিমা কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২ টাকা ৭৭ পয়সা। গত বছরে যার পরিমাণ ছিল ১ টাকা ৫ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে বিমা কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১ টাকা ৭২ পয়সা।

দেশ জেনারেল: বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) বিমা কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২৬ পয়সা। গত বছরে যার পরিমাণ ছিল ২২ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে বিমা কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ৪ পয়সা।

ইস্টার্ন ইন্সুরেন্স: বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) বিমা কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ৯৮ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ১ টাকা ৯৫ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে বিমা কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ৩ পয়সা।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স: বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) বিমা কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছেন ১ টাকা ৯৮ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ৫৭ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে বিমা কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১ টাকা ৪১ পয়সা।

এক্সপ্রেস ইন্সুরেন্স: বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) বিমা কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ৯১ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ৮৯ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে বিমা কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১ টাকা ২ পয়সা।

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স : বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) বিমা কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৬ টাকা ৬৩ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ৯৫ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে বিমা কোম্পানিটির ক্যাশ ফ্লোর পরিমাণ বেড়েছে ৫ টাকা ৬৮ পয়সা।

মার্কেন্টাইল ইন্সুরেন্স: বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) বিমা কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৭৩ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ৭০ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে বিমা কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ৩ পয়সা।

নিটল ইন্স্যুরেন্স: বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) বিমা কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৮৮ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ৬৯ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে বিমা কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১ টাকা ৫৭ পয়সা।

নর্দার্ন ইন্সুরেন্স: বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) বিমা কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২ টাকা ৫৬ পয়সা। গত বছরে যার পরিমাণ ছিল ২ টাকা ১৮ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে বিমা কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ৩৮ পয়সা।

পূরবী জেনারেল: বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) বিমা কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৯৮ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ৬৪ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে বিমা কোম্পানিটির ক্যাশ ফ্লোর পরিমাণ বেড়েছে ৩৪ পয়সা।

প্রাইম ইন্স্যুরেন্স: বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) বিমা কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৩ টাকা ৭৭ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ১ টাকা ১৫ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে বিমা কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ২ টাকা ৬২ পয়সা।

 

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স: বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) বিমা কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২ টাকা ৫০ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ১ টাকা ৫৬ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে বিমা কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ৯৪ পয়সা।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স: বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) বিমা কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৩ টাকা ৪১ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ৩ টাকা ১২ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে বিমা কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ২৯ পয়সা।

ফিনিক্স ইন্সুরেন্স: বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) বিমা কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ৩৪ পয়সা। গত বছরে যার পরিমাণ ছিল ১ টাকা ২১ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে বিমা কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১৩ পয়সা।

রূপালী ইন্সুরেন্স: বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) বিমা কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৫০ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ৪৩ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে বিমা কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ০৭ পয়সা।

রিলায়েন্স ইন্স্যুরেন্স: বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) বিমা কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৭ টাকা ৩৮ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ৪ টাকা ৮৫ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে বিমা কোম্পানিটির ক্যাশ ফ্লোর পরিমাণ বেড়েছে ২ টাকা ৫৩ পয়সা।
রিপাবলিক ইন্স্যুরেন্স: বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) বিমা কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ২০ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ৪৭ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে বিমা কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ৭৩ পয়সা।

সেনাকল্যাণ ইন্সুরেন্স: বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) বিমা কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪ টাকা ২ পয়সা। গত বছরে যার পরিমাণ ছিল ২ টাকা ৮৪ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে বিমা কোম্পানিটির ক্যাশ ফ্লোর পরিমাণ বেড়েছে ১ টাকা ১৮ পয়সা।

সোনারবাংলা ইন্স্যুরেন্স: বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) বিমা কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২ টাকা ৮১ পয়সা। গত বছরে যার পরিমাণ ছিল ২ টাকা ৭৬ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে বিমা কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ৫ পয়সা।

ইউনাইটেড ইন্স্যুরেন্স: বছরের প্রথমার্ধে বা ছয় মাসে (জানুয়ারি-জুন’২২) বিমা কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৭৯ পয়সা। গত বছরে যার পরিমাণ ছিল ৩ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে বিমা কোম্পানিটির ক্যাশ ফ্লোর পরিমাণ বেড়েছে ৭৬ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box
বিষয় :

Posted ২:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]