শনিবার ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ অক্টোবর ২০২২ | 113 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

আজ ২৬ অক্টোবর সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বারলেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬.১৫ পয়েন্ট বা ০.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৪৪.৩৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৬৪ পয়েন্ট বা ০.১৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫.৪৩ পয়েন্ট বা ০.২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৯৩.০৪ পয়েন্টে এবং দুই হাজার ২৪৯.১৬ পয়েন্টে।

আগের কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০.২৪ পয়েন্ট বা ০.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩২৮.১৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৮৪ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৯০.৩৯ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ১.৬৩ পয়েন্ট বা ০.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ২৪৩.৭২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭১টির বা ২০.০৬ শতাংশের, শেয়ার দর কমেছে ৪৬টির বা ১২.৯৯ শতাংশের এবং ২৪৮টির বা ৬৬.৯৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

আগের কার্যদিবসে ডিএসইতে ৩১৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮ টির বা ৫.৭১ শতাংশের, শেয়ার দর কমেছে ৮২টির বা ২৬.০৩ শতাংশের এবং ২১৫টির বা ৬৮.২৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ১০ কোটি ১৫ লাখ ৯৩ হাজার ১৯৩টি শেয়ার এক লাখ ৩০ হাজার ৪২বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭৪১ কোটি ৮০ লাখ ৩৫ হাজার ৭৪০ টাকা ৫০ পয়সা।

আগের কার্যদিবসে ডিএসইতে ৯ কোটি ১১ লাখ ৮৪ হাজার ৮২৮টি শেয়ার এক লাখ ১৩ হাজার ৪৫২বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৬২৩ কোটি ৫০ লাখ ৫০ হাজার ৫৩৪ টাকা ১০ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪.২২ পয়েন্ট বা ০.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৭৭.৯৭ পয়েন্টে। সিএসইতে আজ ২০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৮টির দর বেড়েছে, কমেছে ৪৩টির আর ১১০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আগের কার্যদিবসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯.৪১ পয়েন্ট বা ০.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৩.০১ পয়েন্টে। সিএসইতে আগের কার্যদিবসে ২০৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৮টির দর বেড়েছে, কমেছে ২৯টির আর ১৩১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আরও পড়ুন : বিবিএস ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : এসিআই লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : রানার অটোর ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : ইভিন্স টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : একমি ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : একমি ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : এসিআই ফর্মুলেশনের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : অগ্রনী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

আরও পড়ুন : কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

আরও পড়ুন : লিন্ডে বিডির আর্থিক প্রতিবেদন প্রকাশ

আরও পড়ুন : ৬ মিউচুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

আরও পড়ুন : আইটি কনসালট্যান্টের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : অগ্নি সিস্টেমস লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : মালেক স্পিনিং মিলসের ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:০৬ অপরাহ্ণ | বুধবার, ২৬ অক্টোবর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]